কমে আসা আলোতে
অনেক বাসা ভালোতে
লুকিয়ে থাকা মৃত রোদ আমি
ভাঙা শব্দগুলোতে
স্বপ্নের আলো জমাতে
যতদূরে ভুলে সব আছো তুমি
স্পর্শ পাবো বলে
সেই পথ হেঁটে চলে
হাত দুটো দিচ্ছি বাড়িয়ে
তোমায় ভালোবাসার বিপরীত কি হতে পারে?
ঘৃণার আগুনেও কখনো পোড়াবো না তোমার মুখ
তুমি ছিলে আছো থাকবে আমার বুকের গভীরে
না হয় নাইবা এলে হয়ে জীবনের সাজানো সুখ
যে বিশ্বাসের বিস্ময়
ভুলেছে আমার পরিণত পরিচয়
তবু চমকে ওঠে যখন
পাথর আমার এ মন
প্রশ্ন তোলে সারাটাক্ষণ
দৃষ্টি পাবো বলে
বৃষ্টি ভেজা এ পথে
আছি চেয়ে তোমার দিকে
তোমার দিকে
তোমায় ভালোবাসার বিপরীত কি হতে পারে?
ঘৃণার আগুনেও কখনো পোড়াবো না তোমার মুখ
তুমি ছিলে আছো থাকবে আমার বুকের গভীরে
না হয় নাইবা এলে হয়ে জীবনের সাজানো সুখ