লাল সাদার আবরণে তুমি
তাকালে পিছু ফিরে
খোলা চুলের মায়ায় দিশেহারা আমি
লাল সাদার আবরণে তুমি
তাকালে পিছু ফিরে
খোলা চুলের মায়ায় দিশেহারা আমি
তোমার অধরে ঐ মিষ্টি হাসি
আমি খুঁজে ফিরেছি কত শত বছর
অবশেষে পেয়েছি তোমায়
যেতে দিতে না চাই আবার তোমায়
কখনো নিজেকে হারাইনি
কারো চোখের গভীরে
কখনো বুঝিনি কী তার মানে
কখনো নিজেকে হারাইনি
কারো চোখের গভীরে
কখনো বুঝিনি কী তার মানে
হয়তো সে অনুভূতি শুধু
সংজ্ঞা পেতে চায় তোমার আগমনে
আমি দেখেছি অপরূপ
তুমি রূপের অতীত
আমি দেখেছি অপরূপ
তুমি রূপের অতীত
তোমার আলোয় রূপের বিশেষণ
তুমি আমার বনলতা সেন