হারিয়ে যাই, হারানো জগতে
নিজের ভুবন, স্বপ্ন শহর
ঘুম ডাকা ভোরে কাঁক জেগে ওঠে
শুঁকনো পাতার ছায়ার উষ্ণতা
কুয়াশার চাদর মুড়িয়ে, গাছগুলো
দেখ কাঁপছে
ঘুম ডাকা ভোরে কাঁক জেগে ওঠে
শুঁকনো পাতার ছায়ার উষ্ণতা
কুয়াশার চাদর মুড়িয়ে, গাছগুলো
দেখ কাঁপছে
রাত জাগা তারাগুলো দুলছে
ঝিঝি পোকার গানের ছন্দে
ভেজা চুল, শুকোতে কতো দেরি?
সব একঘেয়ে
হারিয়ে যাই, হারানো জগতে
নিজের ভুবন, স্বপ্ন শহর
অজস্র ভীরে খুঁজি চেনা মুখ
পরিচিত অপরিচিতের অজানা কুশল