স্বপ্নগুলোর ভীরে
খুঁজে দেখ সব মুখ
এই আলোর আস্রয়ে
অপসৃত সে অরণ্য
এই অর্থহীন সাধ
এই অকৃত্রিম বাধ
আর জেগে থাকা
আদিম সাধনায়
কখনোতো অনুভব করিনি
আধারের ঘরে আবার ফিরে যাও
কখনোতো খুঁজে দেখনি
আমার স্পর্শগুলো ফিরিয়ে দাও
অপেক্ষার স্রোতে
ভেসে আছি হয়তো
এই সত্যের জাগরণে
জীর্ণ সব স্মৃতিগুলো
এই অর্থহীন সাধ
এই অকৃত্রিম বাধ
আর জেগে থাকা
আদিম সাধনায়
কখনোতো অনুভব করিনি
আধারের ঘরে আবার ফিরে যাও
কখনোতো খুঁজে দেখনি
আমার স্পর্শগুলো ফিরিয়ে দাও