সবকিছু অন্ধকার নিস্তব্ধ এ যান্ত্রিক শহর
ঘন কুয়াশায়ও আমি উষ্ণ একা একা গুনছি প্রহর
মস্তিষ্কে শুধু আতিমানবীয় চিন্তার ক্ষরণ
তথাকথিত অপসংস্কৃতি আমার বুকে লালন
ঘড়ির কাটায় ভাের পাঁচটা টেবিলে রাখা নিকোটিনের প্যাকেটটা
আর এভাবেই শুরু হয় আমার দিনটা
বিকেলের ক্লান্ত সূর্যটা আমার ভােরের আলাে
দুপুরের আহারের দরকার নাই মায়ের বকাই ভালাে
দেহের মাঝে প্রতিভার ছড়াছড়ি আমি নাকি উগ্র
অর্থের কোন ধার ধারিনা তাই সমাজে নগণ্য।
উল্টো পথে চলি আমি তােমাদের পথে না
জীবনটাকে বদলে দেব তাই স্বপ্ন দেখে যাই
আমি রকস্টার রকস্টার রকস্টার হতে চাই ।।
গীটারের ফ্রেট বাের্ডে হাত বাড়িয়ে নতুন কোন গানের সুরে
মনের শত আবেগ ঝাড়ি তাল থেকে তাল মিলিয়ে
মাদক আমায় গ্রাস করেনা করছে শুধু ঐ গান
অক্সিজেনের সাথে ফ্রি আছে নিকোটিন জেগে উঠে মনপ্রান
উল্টো পথে চলি আমি তােমাদের পথে না
জীবনটাকে বদলে দেব তাই স্বপ্ন দেখে যাই।
আমি রকস্টার রকস্টার রকস্টার হতে চাই ।।
তােমাদের ধারণা রকগান মানেই অপসংস্কৃতি আর নেশা
বাংলাতে আবার রকগান কিসের সব ক'টা পাগলের মেলা।
সংস্কৃতি মােরা ভালই বুঝি তবে কেনইবা ধার করা
নিজের শিল্পকে চুবিয়ে রেখে অন্যের ভাসাই ভেলা
উল্টো পথে চলি আমি তােমাদের পথে না
ভীবনটাকে বদলে দেব তাই স্বপ্ন দেখে যাই
আমি রকস্টার রকস্টার রকস্টার হতে চাই ।।