একই কবিতা একই সেই ছবি
অবশিষ্ট আর কিছু নেই
আমি তোমার জঞ্জালে
একা পরে রই
শান্তির আওয়াজ সান্ত্বনার ছোঁয়া
মিলিয়ে গেছে সবই
তুমি আমার সাথে
আজ আছো তো আগামীকাল নেই
তোমার দেওয়া চিঠিগুলো
সবই এলোমেলো
শুধু চাই পুরনো দিনগুলো ফিরে পেতে
আমাদের প্রিয় গানের কথাগুলো
জানা হয়নি এখনো
শিখে যাবো সময় যেতে যেতে
ক্লান্ত কন্ঠ ঘুমহীন চোখে
কথাগুলো ছুঁড়ো আমার দিকে
নিস্তব্ধতা তোমার থেকে
রেহাই পাওয়াতে
তোমায় খুঁজি স্বপ্নে ও বাস্তবে
কেন সাড়া দিলেনা
সময়ের আনাগোনায়
শেষ মধ্যাহ্নেও কেন ফিরে এলেনা
তোমার দেওয়া চিঠিগুলো
সবই এলোমেলো
শুধু চাই পুরনো দিনগুলো ফিরে পেতে
আমাদের প্রিয় গানের কথাগুলো
জানা হয়নি এখনো
শিখে যাবো সময় যেতে যেতে
আমি এবং একাকি পথের মাঝে
তোমার গানের সুরে
আমাদের রূপকথার কাহিনীগুলো
ফিরে পাই
তারার আলোয় স্তব্ধ পথের মোড়ে
বিশাল দীর্ঘশ্বাস ফেলে
চোখ দুটো বন্ধ করলে
পুরনো অনুভূতিগুলো ফিরে পাই
তোমার দেওয়া চিঠিগুলো
সবই এলোমেলো
শুধু চাই পুরনো দিনগুলো ফিরে পেতে