আমার পুজোর diary তে
অনেক গল্প জমেছে
আর মনের কোনো এক কোণেতে
পড়ে ধুলো মেখেছে
পাঁচ বছরের ছোট্ট ছেলে
তখন আমি বেশ অবুঝ
মহালয়া, শিউলি ফুল
আর radio চিরসবুজ
প্রথম মিথ্যে বলেছিলাম
'ওর' সাথে বেরোনোর
এখনো কি রেগে, ও মা
তুমি আমার ওপর?
সেই পুরনো পিসির বাড়ি
লোকে লোকে জমজমাট
এখন তো আর কেউ থাকেনা
ঠাকুর দালান গড়ের মাঠ
সব দুঃখ বেদনা
আর খুশির ঠিকানা
দাঁড়িয়ে খোলা দু'হাতে
আমার পুজোর diary টা তে
পুরনো guitar, স্বপ্ন হাজার
গাইছে গান আজ শেষ পাতাতে
আমার পুজোর diary টা তে
ভীঁড় এর মাঝে হঠাত্ করেই
আলাপ হলো হেদুয়ায়,
আর আশায় ভরা বুকেও ছিল
ছোট্ট কোনো শেষ বিদায়
পাড়ার পুজোর প্যান্ডেল ও আজ
তোর-ই আলোয় সেজেছে
আর নতুন কোনো প্রেমিক
তোর-ই চেনা দু-হাত ধরেছে
সাহসী সব স্বপ্ন দেখা
আনন্দের এই শহরে
College Square ও সাঁতরেছে
ওই রঙিন জলের বহরে
কতগুলো শেষ দেখা
এই পাঁচ দিনের মধ্যে হয়
তবে বিদায় শুধু ক্ষনিকের
এই চোখের জল অনন্ত নয়
সব দুঃখ বেদনা,
আর খুশির ঠিকানা
দাঁড়িয়ে খোলা দু'হাতে,
আমার পুজোর diary টা তে
পুরনো guitar, স্বপ্ন হাজার
গাইছে গান আজ শেষ পাতাতে
আমার পুজোর diary টা তে
আমার মায়ের বাড়ি ফেরা
করে অনেক যুদ্ধ জয়
আর আলো'র নিচে হাসি মায়ের
ভুলিয়ে দিয়ে দুঃখ, ভয়
দশমী তে মনে হয় মা
আসবে তুমি আবার কবে?
গর্জে উঠে সবাই বলে
আসছে বছর আবার হবে!
সব দুঃখ বেদনা
আর খুশির ঠিকানা
দাঁড়িয়ে খোলা দু'হাতে
আমার পুজোর diary টা তে
পুরনো guitar, স্বপ্ন হাজার
গাইছে গান আজ শেষ পাতাতে
আমার পুজোর diary টা তে