নিদ্রাহীন চোখদুটো স্বপ্নের খোঁজে
আজও ঘুমের আশায় বিভোর
নিথর ক্লান্ত দেহে পরাজয়ের দীর্ঘশ্বাস
নিমিষেই ম্লান হয় শহরের শোরগোলে
ইন্দ্রিয়ের চারপাশে কোলাহল
আমি নিরব দাঁড়িয়ে ঠায়
হঠাৎ কোন ভাঙা স্বপ্নের পানে
আমার যত পরাজয়, যত মিথ্যে ভয়
আলোয় হারায়
শত অবিশ্বাসেও খুঁজে বেড়াই
আমি আমায়
যাচ্ছেতাই ভাবছি সব মিথ্যে যত কলরব
অযথাই শুন্য হয় এ মন
নিষ্প্রাণ শরীরজুড়ে পরাজয়ের দীর্ঘশ্বাস
নিমিষেই ম্লান হয় শহরের শোরগোলে
ইন্দ্রিয়ের চারপাশে কোলাহল
আমি নিরব দাঁড়িয়ে ঠায়
হঠাৎ কোন ভাঙা স্বপ্নের পানে
আমার যত পরাজয়, যত মিথ্যে ভয়
আলোয় হারায়
শত অবিশ্বাসেও খুঁজে বেড়াই
আমি আমায়.....