জাগতেই হবে জাগো হে স্বদেশী জেগে ওঠো এবার
রক্ষা করতে মাতৃভূমি নেই সময় নেবার।
জাগতেই হবে জাগো হে মুমিন জেগে ওঠো এবার
দ্বীন ধর্ম রক্ষা করতে নেই সময় নেবার।
জাগতেই হবে জাগো হে যুবক জেগে ওঠো এবার
অধিকার তব করবো আদায় নেই সময় নেবার।
বঞ্চিত অপদস্থ মোরা, লুটে নিচ্ছে দেশকে ওরা
ছড়িয়ে গুজব দেশের মধ্যে খাওয়াচ্ছে আজ ঘোল
স্ব-অধিকার পাওয়ার তরে, ছাত্র সমাজ যাচ্ছে মরে
তা দেখেও পরভোজীরা দোলনায় খায় দোল
দেশের তরে জীবন দিতে, ভেদাভেদ সব উল্টে দিতে,
কৃষান মজুর দ্বীন দরদী আয় ছুটে লেবার।
শপথ করি করবো বরণ, হয় যদিও আমার মরণ
দিবো না লুটতে দেশের মাটি ভিনদেশী প্রভুদের,
মুসলিম দেশে মুসলিম বেশে, চলবে সবে বীরের বেশে
প্রয়োজন আজ একতা বাঁধনে বেঁধে থাকা সকলের,
রক্তে মোদের বিজয় গাঁথা, হবে না কখনো নত এ মাথা
সময় এখন দারাজ কন্ঠে সব জবাব দেবার।