মুস্তাকিমের পথে চলার আমায় তুমি তাওফিক দাও,
চলেছে তোমার পথে তাদের পথে আমায় জড়িয়ে নাও,
এসে শেষ জামানায়, ঈমান হারিয়ে হায় (২)
নিওনা কবর মাঝে, আমায় বাঁচাও -ঐ
যে পথে মিশে আছে ভ্রান্তি অভিশাপ
যে পথের বাঁকে বাঁকে আছে অগণন পাপ ||
রহীম ও রহমান রাখো অধমের মান (২)
সে পথে চলা থেকে আমায় ফিরাও -ঐ
যাদেরে দিয়েছে তুমি নিয়ামত অফুরান
তাদের পথেই রেখে বাঁচাও আমল ঈমান ||
নফসের ধোঁকা থেকে আমায় মুক্ত রেখে (২)
তোমার প্রিয়দের সাথী আমায় বানাও -ঐ
পাইনি দেখা কোনো সাহাবি তাবেয়ীদের
চলতে দ্বীনের রাহে ধরি পথ কায়েদের ||
এই নিসবত থেকে, ওলীদের পথে রেখে (২)
একতার এ বাঁধনে আমায় জড়াও -ঐ