নিদ্রায় চাদর দিয়ে ঢাকা বাস্তবতা
প্রশ্ন করতে চাইলে ঘুরে ফিরে কতো কথা
বলতে চাইলে পারিনা সাজাতে বলার ভাষা
লিখতে গেলে গান
সাদা থাকে খাতা
হয়না আর লেখা
বিশন্নতার বিলাসিতা অলসতা
বিশন্নতার বিলাসিতা অলসতা
তুমি কে ঢুকেছো আমার ঘরে?
আলো জ্বালিয়োনা আমি চাইনা তোমার সুখ
কোন কোণায় তুমি লুকিয়ে ছিলে?
কেন শব্দ পাইনি আমি কিছুর
কিভাবে বল লড়বো তোমার সাথে?
নেই আমার কোনো পরিকল্পনা
ঘুমিয়ে গেলে জিতবোনা তবে
লড়তে হবেনা আমি তাই হারবোনা
বিশন্নতার বিলাসিতা অলসতা
বিশন্নতার বিলাসিতা অলসতা