আরে আইলো, বর আইলো , আইলো ঘোড়ায় চড়িয়া
নিয়ে বরাত, তোর বাড়িতে , তোরে করিতে বিয়া
আজ সানাইর সুরে, শশুর বাড়ি , যাবে যে নিয়া
তোর প্রেমে পইড়া পাগল হইল দুলহা
হাসিতে পাগল সারা দুনিয়া (২)
স্বর্গের পরী লাগছে, তোকে বিয়ের শাড়িতে
খুশির যেন বন্যা এলো আজ
লাজুক লাজুক গালে, যেন লজ্জা জমেছে
রূপের আগুন যেন আরেক সাজ
আজ লাজ শরম তুই ভুলে গিয়ে ঢোলের তালে নাচ
তোর নাচ দেইখা পাগল হইল দুলহা
হাসিতে পাগল সারা দুনিয়া (২)
দুহাত ভরা মেহেন্দি, আর মেহেন্দির লাল রং
মেহেদির রঙে রাঙিয়ে যাক ভুবন
দুটি মনের আশা যেন সত্যি হবে আজ
স্বপ্ন সবই হবে যে পূরণ
আজ যে যাই বলুক, সব ভুলে তুই মনের সুখে নাচ
তোর নাচ দেইখা পাগল হইল দুলহা
হাসিতে পাগল সারা দুনিয়া (২)