এই শোনো, তুমি সেজোনা,
দিওনা চোখেতে কাজল
সাজলে তোমায় লাগে যে ভালো,
নিজেকে লাগে যে পাগল
দাড়িয়ে সাজ ঘড়ে, ভাবনা নড়বরে
বুকেতে বাজিয়ে মাদল
এই শোনো, তুমি সেজোনা,
দিওনা চোখেতে কাজল
সাজলে তোমায় লাগে যে ভালো,
নিজেকে লাগে যে পাগল ২
মমমমম...
আলতো পায়ে, আলতা পায়ে
হাটছো যখন, উঠোন জুরে
ভাবছি আমি হকচকিয়ে
কাপছে দুহাত, যাচ্ছি পুড়ে
হৃদয় তোমার, নোনা জলের কাব্যে ভাসানো নাও
সে নাও আমি বাইবো আজি, বাইতে আমাকে দাও
এই শোনো, তুমি হেসোনা,
হাসলে গালে পড়ে টোল
হাসলে তোমায় লাগে যে ভালো,
নিজেকে লাগে যে পাগল
হাসিতে মুক্তো ঝড়ে,
মাথাটা যাচ্ছে ঘুরে
জড়িয়ে মায়ার আচল
এই শোনো, তুমি হেসোনা,
হাসলে গালে পড়ে টোল
হাসলে তোমায় লাগে যে ভালো,
নিজেকে লাগে যে পাগল
মুখ লুকিয়ে, আবছা চোখে
দেখছো আমায়, আপন সুখে
খুনসুটিতে, পাগলামিতে
ধরছে কাপন, আমার বুকে
জীবন পারি রাখতে বাজি,
মরতে রাজী, শোনো
তোমার আমার গল্প যেন,
প্রাচীণ রুপকথা কোনো
এই শোনো, তুমি কেদোনা,
ফেলোনা দুচোখের জল
কাদলে আমার লাগেনা ভালো,
বুকেতে জ্বলে যে অনল
কাদলে আলতো করে,
না না না ধরব জোরে
জড়িয়ে বুকের ভেতর