কেন যে তুমি আজ আধারে মিশে যাও
রঙিন এই দুনিয়াতে সাদাকালো মেঘেরা
যেখানে তুমি নেই, সেখানে খুঁজে যাই
মেঘেতে তারাগুলো ঢেকে যায়
আমায়, এই অবেলায় শূন্যতা ঘিরে ধরে সব জায়গায়
অবেলায় পথ ব্যস্ত হয়, সে দূরে দূরে কোথায়
মিথ্যে এই যন্ত্রণা
আমায় আর দিও না
আমি তো পারছি না
সব পাপে তে ঘৃণা
তোমার এই চলনা
আধার ওই শূন্যতা
সন্ধ্যায় আকাশের নীল ভেসে
উড়ে যায় অজানা ভিন দেশে
তোকে আজ নিজের করে আমি রাখতে চাই
সন্ধ্যায় আকাশের নীল ভেসে
উড়ে যায় অজানা ভিন দেশে
তোকে আজ নিজের করে আমি রাখতে চাই, করতে চাই
ভিন দেশে তারারা নিভে যায়
আকাশের পথে ফিরে ভেসে উড়ে যায়
নেভেনা তবুও যে আলো
ভিন দেশে তারারা নিভে যায়
আকাশের পথে ফিরে ভেসে উড়ে যায়
নেভেনা তবুও আলো