ফিরে যখন দেখি,
তুমি ছিলে সবসময়,
তুমি আছো চারপাশে,
হাতটা বাড়িয়ে ।
তোমার তুলনা করবো না কারো সাথে
অন্তরে আছো তুমি,
অনেকটা ছড়িয়ে ।
নিজেকে রোজ বুঝাই
তোমার শত অবদান
ঋনী আমার জীবন টা
তোমার নামে বলিদান
সময় যখন আমার
ব ্যর্থতার কিনারায়
পাশে ছিলে প্রিয়
বন্ধু হয়ে সবসময় ।
আকাশে থাকা চাঁদ তুমি,
মাটিতে নেমে আজ
দিচ্ছো ছড়িয়ে আলো,
এই জগতে
তোমার তৃপ্ত ব্যবহার দেখে
ধন্য এ ভূবন!
আলোকিতো করেছো গোটা শহর,
আকাশে জমা রৌদ
তোমাতে জ্বলে রোজ।
তোমাকে দেখি,
তো মনে হয় আমার
তুমি যেন স্বর্গেরই প্রকোপ!
আকাশে জমা রৌদ
না এলে,
হবে কি বৃষ্টিহীনা
রংধনু জীবনে ।
হার মানার কি আছে?
তুমি আছো তাই
আবেগি সমাজের
কাঁটা ছেঁরা ভাবনাতে
লুকিয়ে তুমি আয়নাতে
অভিলাষে ।
তোমার সান্তনায়
নাই তো কোন মুর্ছনা
নাই তো কোন অঙ্গিকার
হাওয়া ও জানে ।
নিজেকে রোজ বুঝাই
তোমার শত অবদান
ঋনী আমার জীবন টা
তোমার নামে বলিদান
সময় যখন আমার
ব ্যর্থতার কিনারায়
পাশে ছিলে প্রিয়
বন্ধু হয়ে সবসময় ।
আকাশে থাকা চাঁদ তুমি,
মাটিতে নেমে আজ
দিচ্ছো ছড়িয়ে আলো,
এই জগতে
তোমার তৃপ্ত ব্যবহার দেখে
ধন্য এ ভূবন!
আলোকিতো করেছো গোটা শহর,
আকাশে জমা রৌদ
তোমাতে জ্বলে রোজ।
তোমাকে দেখি,
তো মনে হয় আমার
তুমি যেন স্বর্গেরই প্রকোপ!
আকাশে জমা রৌদ
না এলে,
হবে কি বৃষ্টিহীনা
রংধনু জীবনে ।
হার মানার কি আছে?
তুমি আছো তাই
রৌদ, আকাশে জমা রৌদ
রৌদ, তোমাতে জ্বলে রোজ